News:

গাজীপুর জেলায় ৩০৯টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে "ওহাব আইডিয়াল পাবলিক স্কুল" গাজীপুর জেলার তথা বাংলাদেশের মধ্যে একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। গাজীপুর শহরের ২২ নং ওয়ার্ডের প্রাণকেন্দ্রে (বাংলাবাজার,জাঙ্গালিয়াপাড়া) গ্রামে  অবস্থিত। সবদিক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ১ বিঘা ভূমির উপর গড়ে উঠেছে ঐতিহ্যবাহী ওহাব আইডিয়াল পাবলিক স্কুল। একটি দুইতলা ও একটি একতলা বিশিষ্ট একাডেমিক ভবন।  ডবল শিফটের এই বিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা প্রায় ৫০০ জন এবং প্রধান ও সহকারী প্রধান শিক্ষকসহ মোট শিক্ষক সংখ্যা ১৫ জন।

২০০৩ সলে বে-সরকারীভাবে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১১ সালে বোর্ডের অনুমোদনপ্রাপ্ত হয়ে ২০১১ সালে প্রথমবারের মত এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করে। প্রথম বারেই ১০০% সাফল্য  অর্জন করে।  বিদ্যালয়টি ১ম/২য় স্থানসহ প্রতিনিয়ত মেধা তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখলের মধ্যদিয়ে অত্র অঞ্চলের একটি অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। এস.এস.সি, জে. এস. সি পরীক্ষায় ফলাফলে  বিদ্যালয়টি অত্র অঞ্চলের শীর্ষে অবস্থান করছে।